পাহাড়িয়া কাঁকলাস

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

প্রজ্ঞা মৌসুমী
  • ৪১
  • ১১
  • ১১
শুন্যতায় না হয় আরো একবার ভরাডুবি!
জানি, ফিরে পাবার আগে ফিরে আসবে
আবার ফিরে এসেছ...

চৌকাঠ পেরুনো আমার পবিত্র আগ্নেয়গিরি
অথবা এইসব টকটকে জীবন
দূর এক পাহাড়ি ফুলের স্বপ্নের কাঁকলাস!

আমরা যখন পাজরে পাজরে খেলি,
ও খুঁজে এক অলৌকিক ঘোড়ার নিঃশ্বাস;
পার হবে স্বপ্নে আটকে থাকা দুরন্ত বিভ্রম।
ভ্রম ভেঙে আলগোছে নারী হবে গেরুয়া ফুল
অথবা আশ্চর্য কোন এক মায়াবতী মায়াংবা ফুল।

ইস্কাপন, হরতন, চিরতনের বুকে গোলযোগ করে
দলদলে পাসপোর্ট, পাগলামী, ভোঁসভোঁস!
স্বপ্নের ঝোলে টসটসে আমাদের জিভ
তবু মধ্যরাতের হুইসেলে ভর করে ভৌতিক গোল্লাছুট
বুকের যুক্তাক্ষরে ভীষণ গোপনে গড়ায় এক আশ্চর্য মানচিত্র!

বিদীর্ণ ল্যাপটপ-জীবন বিছানায় ছুঁড়ে-
বেদানার স্বাদের মত পথে হাঁটি!
ধারালো সকালে হবো হারানো বিজ্ঞপ্তি
থেকে যাবে অবোধ্য মন্ত্রণা;
এক নিখোঁজ স্যাণ্ডেল প্রাচীন পাহাড়ে
আর নিখোঁজ অন্যপাশ তাঁতের ফানেকে।

হয়ত
একদিন, ঠিক দেখা হবে!
মানুষ যেমন মঙ্গল গ্রহের খোঁজ পায়।
মধ্য-বাতাসের মুখোমুখি হবে আকুলতা।
অপেক্ষাকাতর এক ঘাসপাখি অথবা
এক কাঠবিড়ালের দিকে তাকিয়েই না হয় শুধোব
'এতদিন কোথায় ছিলেন?' কোথায় ছিলেন?'

ততদিন শুন্যতায় না হয় আরো একবার ভরাডুবি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # ছরি !! তালগোল আর বিস্ময় সুষ্টিকারী চম?কার এক কবিতা ।। ' ১৪---র বসন্ত বাতাসে ফিরে এসে বৈশাখী দোলায় দারুন উপমামাখা আতি মনোরম এই কবিতা ।। তবে ------- জন্মদিনটা কেন জানি ( 1 January, 1915 )---এমন হয়ে গেছে রে শ্যাম ---- ।।
আপেল মাহমুদ আপনার কবিতায় মন্তব্য করার দুঃসাহস করতে চাইনা। তবে একটা লাইন উল্লেখ না করলেই নয়- "স্বপ্নের ঝোলে টসটসে আমাদের জিভ"- দারুন ভাবনা।
প্রজ্ঞা মৌসুমী সময় করে যে পড়েছেন এবং মন্তব্য করেছেন তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন উপমা ময় চমতকার একটা কবিতা। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
সুগত সরকার 'ভ্রম ভেঙে আলগোছে নারী হবে গেরুয়া ফুল' ও " ধারালো সকালে হবো হারানো বিজ্ঞপ্তি" - এই লাইন দুটি অনবদ্য । ভাল লাগল।লিখতে থাকুন ।
আলমগীর সরকার লিটন কবিতা পড়তে পড়তে বেশ ভাল লাগল অভিনন্দন-------কবি
তানি হক হয়ত একদিন, ঠিক দেখা হবে! মানুষ যেমন মঙ্গল গ্রহের খোঁজ পায়। মধ্য-বাতাসের মুখোমুখি হবে আকুলতা। অপেক্ষাকাতর এক ঘাসপাখি অথবা এক কাঠবিড়ালের দিকে তাকিয়েই না হয় শুধোব 'এতদিন কোথায় ছিলেন?' কোথায় ছিলেন?' ... শব্দের সাথে শব্দের যে কম্পন ... আর উপমার পেছনের যে লুকায়িত উপমার স্বাদ তা আস্বাদন করতে পারলে কবিতা যে কতমধুর কত পরিপূর্ণ তা ঠিক ঠিক উপলব্ধি করা যায় ... এটা এমন ই এক কবিতা যা বার বার পড়ে ...বার বার ভালোলাগার সমুদ্রে ডুবে যেতে ইচ্ছে করে ... প্রিয় কবি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক দিন পড়ে আবার ও আমাদের মাঝে ফিরে আসার জন্য । :) অনেক অনেক ভালো থাকবেন । প্রিয় তে রাখলাম কবিতাটি ।
মাসুম বাদল ভাললাগা জানিয়ে গেলাম ...

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪